এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা সেঞ্চুরি একাডেমীর পক্ষ থেকে ৩৯ তম দিনে ও বিনামূল্যে শাক-সবজি বিতরণ অব্যাহত রেখেছেন সেচ্ছাসেবী সংগঠনটি। সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়।
তারই ধারাবাহিকতায় (১৪মে,২০২০) বৃহস্পতিবার সকাল থেকে মিল্টন এর মাধ্যমে শাহা পাড়া ( ৫০) বাবলু এর মাধ্যমে কাঠিয়া সরকারপাড়া ( ১০) আক্তার এর মাধ্যমে মাগুরা (৫০) সাইদ এর মাধ্যমে হরি তলা (২৫)সোহেলী আক্তার এর মাধ্যমে জিয়া হলের পিছনে (৫০) মিতুল এর মাধ্যমে মহিলা মাদ্রাসার পাশে (৫০) হিমেল এর মাধ্যমে (৬০)ডাঃ রাশিদের মাধ্যমে নলকূড়া (৫০) সুলতান পুর (১৫)মাওয়া চাইনিজ এর পাশে (৩০) আঃ হকিম এর মাধ্যমে উওর পলাশপোল (৫০)লিটু এর মাধ্যমে (১৫)ডাবলু এর মাধ্যমে (১০) মোঃ আকরাম হোসেন বাপ্পি এর মাধ্যমে (৫০)ডাক্তারের এর মাধ্যমে (০৬)সরকারি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে (২০০) দুই আইটেম মোটঃ ৭২১ পরিবার কে এবং এক আইটেম ৩০০, পরিবার কে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়।মোটঃ১০২১পরিবার কে বিনামূল্যে শাক সবজি দেওয়া হয়।
এছাড়া সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু সময় পর পর সুশৃঙ্খল ভাবে একহাজারের অধিক পরিবারের মাঝে বিনামূল্যে দুই আইটেম এর শাক-সবজি তুলে দেওয়া হয়। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম, সালাউদ্দিন,প্রমুখ।