সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা : প্রাণীসম্পদ মন্ত্রী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৯:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কেনা কাটায় যদি কোন দুর্নীতি পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন, ভুল তথ্যের ভিত্তিতে হয়তো প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে তবুও বিষয়টি তদন্ত করে যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সাজা প্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। এছাড়া সারা দেশে বন্যায় যেসব এলাকায় মৎস্য খামার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সহজ শর্তে সরকার ঋণ দিচ্ছে এবং প্রান্তিক পর্যায়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে বলেও জানান মন্ত্রী। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক আখতারুজজামান খান কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর