সৌরভ অধিকারী শুভ শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ও বিকাল ৪ টার পর দোকান খোলা রেখে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।
১৩ মে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানার নেতৃত্বে উপজেলার ধুনট মোড়, শেরুয়া বটতলা, হাসপাতাল রোড়, দুবলাগাড়ী, বাগড়া বাজার, বাসস্ট্যান্ড, ভাদড়া, ভবানীপুর বাজার, বিরইল কেল্লাপোষি মেলা এলাকায় ৫ জনকে ৪ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন। অপরদিকে ১৪ মে করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে বগুড়ার শেরপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ।
তিনি আজ শেরুয়া কাচা বাজারে দ্রব্যমূল্য পর্যবেক্ষণে নামেন। সপ্তাহখানেক আগে অত্র বাজারে সরেজমিন পরিদর্শনপূর্বক দ্রব্যমূল্যতালিকার নমুনা সরবরাহ করে প্রতিদিন মুল্যতালিকা টাঙ্গানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছিলেন। আজকে কাচা বাজারে প্রায় সকল দোকানেই দ্রব্যমূল্য তালিকা দেখা গেলে সকল ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানান, এসময় তিনি গুজব রটিয়ে কৃত্রিম সংকট তৈরি বা উদ্দেশ্যমূলকভাবে দাম বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারী উচ্চারণ করেন।