রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
করোনায় কর্মহীন হয়ে পরা অতি দরীদ্র ৫০ লক্ষ জনগনের মাঝে ডাক বিভাগের (নগদ) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার ২ হাজার পাঁচ শত টাকা আজ থেকে প্রদান শুরু হয়েছে। আজ প্রধানমন্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই কার্যক্রমের উদ্ধোধন করেছেন। আগৈলঝাড়া উপজেলায় ৫ ইউনিয়নে ৬ হাজার ৭ শত ৪০ জন হত দরিদ্র জনগনের মোবাইলে এই টাকা পর্যায়ক্রমে আসবে।
বৃহস্পতিবার উদ্ধোধনের পরই প্রাথমিক ভাবে আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়নে ২ জন করে মোট ১০ জন এই টাকা ইতিমধ্যেই পেয়েছেন। আজ বৃহস্পতিবার যারা প্রধান মন্ত্রীর দেয়া ঈদ উপহার পেয়েছেন তারা হলেন উপজেলার বাকাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রী ইদ্রজিৎ হালদার,২ নং ওয়ার্ডের বাসিন্দা বাকাল গ্রামের হত দরিদ্র পুরোহিত পংকজ চক্রবর্তী, গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা চায়ের দোকানদার শাহাদাৎ ফরিয়া, ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রাজমিস্ত্রী আজিজ গোমস্তা, রাজিহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র ভ্যান চালক খালেক হাওলাদার, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা চায়ের দোকানদার মন্নান হাওলাদার, বাগধা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হত দরিদ্র কৃষক কমলেষ বৈষ্ণব ও পুর্ব বাগধা গ্রামের নরসুন্দর অশোক শীল, রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের দরিদ্র কৃষক অনন্ত হালদার ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র পরিবারের গৃহবধু ছাদিয়া বেগম। বাকাল ইউনিয়নের ইদ্রজিৎ হালদার ও পংকজ চক্রবর্তী উপজেলা পোস্ট অফিসের সামনে রুপম দাসের নগদ এর এজেন্ট থেকে টাকা উত্তোলন করেছেন।
প্রধানমন্ত্রীর দেয়া টাকা হাতে পেয়ে ইদ্রজিৎ হালদার বলেন এই বিপদের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আর্থিক সহযোগিতা দিয়েছেন, আমি খুবই খুশি সৃস্টিকর্তা তাকে দীর্ঘদিন আমাদের মাঝে বাচিয়ে রাখুক, তাহলে তিনি দেশ ও জাতির কল্যানে অনেক ভাল কাজ করতে পারবেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি।