রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের র্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসাায়ি গ্রেফতার। র্যাবের মামলা দায়ের।র্যাব প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ সদস্যরা নগরীর কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ড পূর্ব রুপাতলীস্থ ধান গবেষণা সড়কের ইসলামিয়া লেন গলির মুখে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় খবরে অভিযান পরিচালনা করেন। র্যাবের অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ি নাছিম গাজী ওরফে সজল পালোনোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
আটক নাছিম াজী ওরফে সজল বিএমপি কোতয়ালী , ২৪নং ওয়ার্ড, কন্ট্রাকটর বাড়ী (খেয়া ঘাট) এলাকার মাঃ মানিক গাজীর ছেলে।
আটককৃত নাছিম গাজী ওরফে সজল (১৮) এর কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। এঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।