বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

ই-পেপার

যশোরে অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাই থানায় অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৩:৫১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর শহরের বেজপাড়া বনানী রোডে অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। এলাকার চিহ্নিত ছিনতাইকারীরা এক মটরস পার্টস ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীর নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামিরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ের আইয়ূব আলীর ছেলে সুমন, বাবুলের ছেলে রাব্বি, ওলিয়ারের ছেলে সোয়াদ, বেজপাড়া জয়নাল ডেইরি ফার্ম এলাকার মোস্তফার ছেলে শামীম, খালধার রোড আমিনিয়া আলীয়া মাদ্রাসা এলাকার কাশেম আলীর ছেলে হাসান ওরফে খারবী হাসান। যশোর বেজপাড়া বনানী রোডস্থ আতিয়ার রহমানের ছেলে সিরাজুল ইসলামের থানায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে, তার শহরের বকচর কোল্ডস্টোর মোড়স্থ পাম্পের পাশের রাজু মটরস নামক দোকান রয়েছে।

 

২৩ আগষ্ট রাত সোয়া ৯ টার দিকে দোকান বন্ধ করে রিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। পথে রাত ১০টার দিকে রিকশা বেজপাড়া বনানী রোড পাখি চেয়ারম্যানের বাড়ির সামনে পৌছালে সুমনসহ উল্লেখিত আসামিরা তার রিকশার গতিরোধ করে। এসময় তাকে রিকশা থেকে নামিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে মারপিট করে পকেট থাকা নগদ ৫৫ হাজার ৭২০ টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ছিনতাইকারীরা চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এখানে থেকে কিছুটা সুস্থ হয়ে তিনি মঙ্গলবার রাতে থানায় এ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর