কামরুজ্জামান কানু:
জামালপুরের দেওয়ানগন্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের উপর দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে। গত রাত ২৪-আগষ্ট আনুমানিক ১০/৪৫ মিনিটের দিকে দেওয়ানগন্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে (তিনি একাই) চেয়ারম্যান রাখাল তিনার বাসায় ফেরার পথে আজিজা রোজ বার্ড কিন্ডারগার্টেন স্কুলের সামনে রাস্তায় একটি স্পির্ড বেকার (আইলেন্ডে) মটর সাইকেল গতি কমানোর সাথে সাথেই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা রাখালের উপর হামলা চালায়, দুর্বৃত্তরা তার মাথায় ও ডান হাতে দেশীয় অস্র দ্বারা আঘাত করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের মুখে কাপড় প্যাচিয়ে আসার কারনে কারো পরিচয় জানাযায়নি।
মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে দেওয়ানগন্জ সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাত ২ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। দেওয়ানগন্জ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নাফিজুর রহমান জানান, তিনার (রুগীর) মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক ভাবে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছি। রক্তক্ষরণ বন্ধ হলে তিনি (রুগী) কিছুটা সুস্হতা অনুভব করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ঘটনাস্হল থেকে পুলিশ একটি রাম দা উদ্ধধার করেছে বলে জানায় দেওয়ানগন্জ থানার অফিসার ইনচার্জ।অপর দিকে ঘটনাস্হল পরিদর্শন করেছেন রাকিবুল হাসান এডিশনাল এস পি (দেওয়ানগন্জ) ও অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম।