মোঃ কামাল হোসেন যশোর থেকে:
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বেনাপোল আইসিপি ক্যাম্প সূত্রে জানা যায়, পোতাপোস্টের নায়েক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে টহল দল সাদিপুর মাঠ হতে ভারতীয় ১৭ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা ব্যাটালিয়নে জমা করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন, আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব।