দিনটা ছিল ভারি মিষ্টি
ছড়াচ্ছিল আলোর দৃষ্টি,
চারিদিকে স্নিগ্ধতার সৃষ্টি
মনটা ছিল একটু মিষ্টি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
রৌদ্র-তাপ গেল বেড়ে,
খানিক বাদে গাছের ছাঁয়ায়
ভিড়ছি তাই দেখ তেড়ে।
পুবাল হাওয়া হঠাৎ করে
জুড়িয়ে গেল প্রাণটা সবার,
শামিল হলাম কৃতজ্ঞতায়
ফিরে পেয়ে স্বস্তি আবার।
–———————————
মোঃ হুসাইন আহমদ,
শিক্ষার্থী, কওমি মাদরাসা টাংগাইল।