বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

ই-পেপার

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে যশোর কোতয়ালী থানায় মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৩:৩৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর শহরের আরবপুর মোড় থেকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার ১০ দিন পর ভিকটিমের পিতা কর্পোরাল শরীফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। তিনি রংপুর জেলা সদরের জুম্মাপাড়া গ্রামের মৃত মঈনউদ্দিন মোল্যার ছেলে। মামলার আসামিরা হলো, শহরতলীর পালবাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম, একই এলাকার কালামের ছেলে আহাদ ও নুরপুর গ্রামের এনায়েত। মামলায় বাদী উল্লেখ করেন, তার মেয়ে সুমাইয়া ইসলাম মৈশি ষষ্ঠ শ্রেনিতে লেখাপড়া করে। মেয়ে বিভিন্ন সময় কেনাকাটা করতে আরবপুরসহ বাজারে আসা যাওয়ার সময় আশরাফুল ইসলামের সাথে পরিচয় হয়।

 

আশরাফুল এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। পরে মৈশি বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর গত ১৩ আগষ্ট মৈশি কেনাকাটা করতে বাড়ি হতে বিকেলে আরবপুর মোড়ে গেলে বিকেল ৪ টার পর আশরাফুল ইসলামসহ তার সহযোগী আসামিরা মৈশিকে জোরপূর্বক প্রাইভেট কারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। মৈশির ভাই মুহাইমিনুল ইমলাম মাহিনসহ স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পায়। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে মেয়েকে না পেয়ে রোববার রাতে থানায় এ মামলাটি নথিভূক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর