শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
মাদক নির্মূল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ তারিখ রবিবার সুনামগঞ্জ ক্রাইম প্রিভেনশন ইউনিট র্যাব ৯ এর একটি দল বিশ্বম্ভরপুর বাজারে অভিযান চালায়। সেখানে ভারতীয় বিড়ি বিক্রয় কালে উপজেলার পলাশ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে মনজিল মিয়া (৩৫) এবং হোসেন মিয়ার ছেলে সাইকুল ইসলাম (৩৮)কে হাতে নাতে গ্রেফতার করেন। পরে গ্রেফতার করে তাদের বাড়িতে নিয়ে যান এবং বাড়ি থেকে ৩ বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। রিপোর্ট লিখা পর্যন্ত তারা
র্যাবের নিকট গ্রেফতার ছিল।