মোঃ কামাল হোসেন যশোর থেকে:
র্যাব অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল, প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো, শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের শামসুর রহমানের ছেলে রুবেল, যাদবপুর গ্রামের মনির হোসেনের ছেলে মহসিন, উত্তর বুরুজবাগানের নুরুল ইসলামের ছেলে আলী হোসেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে শহরের চাঁচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে রুবেল,মহসিন আলী হোসেনকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।