শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

গাইবান্ধায় খুন হওয়া গৃহবধূ ৯ বছর পর জীবিত উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৩:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

কথিত হত্যা ও লাশ গুমের শিকার হওয়া গৃহবধূ রৌশন আরা বেগম রিক্তাকে ৯ বছর পর গতকাল বৃহস্পতিবার রংপুর থেকে জীবিত উদ্ধার করেছে গাইবান্ধা থানা পুলিশ। কথিত হত্যা ও লাশ গুমের শিকার হওয়া এক গৃহবধূকে ৯ বছর পর জীবিত উদ্ধার করেছে গাইবান্ধা থানা পুলিশ। রংপুর জেলার শালবন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে উদ্ধার করা হয়।   পুলিশ জানায়, আসামিদের হয়রানি করার জন্য এমন ঘটনা সাজিয়ে মামলা করা হয়েছিল। আর উদ্ধার হওয়া গৃহবধূ বলছেন, স্বামীর অত্যাচারে এত দিন পালিয়ে ছিলেন তিনি। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, রিক্তা বর্তমানে থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

 

উদ্ধার হওয়া গৃহবধূ রৌশন আরা বেগম রিক্তা সদর উপজেলার পশ্চিম কূপতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রিক্তার ওপর অত্যাচার করতে থাকেন শ্বশুরবাড়ির লোকেরা। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হন রিক্তা। এ ঘটনায় রিক্তাকে হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় মামলা করেন রিক্তার বড় বোন মুক্তা বেগম। আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুলসহ চারজনকে। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন কারাবরণ করতে হয় আসামিদের। কিছুদিন আগে রফিকুল থানায় এসে জানায়, মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনো এক স্থানে আত্মগোপন করে আছে।

 

এ তথ্যের ভিত্তিতে পুলিশ রিক্তার খোঁজ করতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে পুলিশ। রিক্তা জানান, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এত দিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর