আমি যখন বাংলাদেশের লাল সবুজের পতাকা ,
দেখি মনে পড়ে যায় ১৯৭১ সালের কথা।
সেই সময় রাতের অাধাঁরে পাকিস্তানি হানাদার বাহিনী, বোমা হামলা করে কেড়ে নিয়ে ছিল ৩০০০০ হাজার নারী ও শিশুর প্রান।
তাঁর পরেও পাকিস্তানি হানাদার বাহিনী থেমে রয় নাই,
রাস্তা ঘাটে গাড়ি ভাংচুর চালিয়ে গেছে।
ইস্কুল কলেজে ডুকে তারা,
কিশোরীদের ইজ্জত কেড়ে নিয়ে ছিল।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর,
৭ মার্চে ভাষনে পড় থেকে শুরু হলো তুমুল যুদ্ধ।
এই যুদ্ধে হারিয়ে ছিল,
৩০,০০০০০লক্ষ মানুষের প্রান।
দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনী সাথে বাঙ্গালিরা নিজের,
জীবন বাজি রেখে বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম হয়েছিল।