শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

খুলনায় দুর্বৃত্তদের হাতে খুন -১ আহত -২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১০:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

খুলনা খালিশপুর থানা এলাকার লাল হাসপাতালের সামনে ৩জন ছাত্রের উপর পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কলেজ পড়ুয়া ছাত্রলীগের এক সদ্যস নিহত হয়।বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক।নিহত ব্যক্তির নাম মোঃহাসিব (২৫)।ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরো দুজন,মোঃজোবায়ের(২৭) ও মোঃরানা(২৫)। মোঃজোবায়ের ও মোঃরানা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃসাব্বিরুল আলম সাহেবের সাথে কথা হলে,বলেন গতকাল বুধবার(১৯/০৮/২০২০ইং) রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ১জন নিহত হয়েছে বাকি ২জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আশা করা যায় খুব শীঘ্রই আসামিদের আইনের আওতায় আনা হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়,আসিফকে রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।আর দুজন এর অবস্থা আশঙ্কাজনক এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অনুসন্ধানে প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাত ৯টার দিকে খালিশপুর থানার লাল হাসপাতালের সামনে মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তিনজনের ওপর হামলা চালায়।

 

ধারালো অস্ত্রের আঘাতে খালিশপুর তৈয়বা কলোনির হাবিবুর রহমানের ছেলে হাসিব ঘটনাস্থলেই নিহত হন।আহত হন জোবায়ের খালিশপুর মানীষা বিল্ডিং মোড় এলাকার বাসিন্দা মোঃ আলতাফ হোসেনের ছেলে ও রানা ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্ক মোড় এলাকার বাসিন্দা মোঃসানোয়ারের ছেলে।তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর