বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে রোপা আমনধান রোপণে ব্যস্ত কৃষক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৮:২২ অপরাহ্ণ

প্রদীপ কর্মকার:

চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার কৃষকেরা  এ বারের বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। চলনবিলে এ বছর হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে রোপা আমন, সবজি সহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরেও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকেরা দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন আমন ধান রোপণে।

এ বারের বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে সব চাইতে বেশী ক্ষতি গ্রস্থ হয়েছে বারুহাস, তালম, দেশীগ্রাম, মাধাইনগর ও তাড়াশ সদর  ইউনিয়নের পুর্বাঞ্চল। তাড়াশ উপজেলায় প্রায় ৬শ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসলের সম্পুর্ণ রুপে ক্ষতি হয়েছে। তবু ও থেমে নেই ওই এলাকার কৃষকেরা। ইতো মধ্যেই কোমর বেধে লেগে পড়েছেন রোপা আমন ধান রোপণে। বীজতলা নষ্ঠ হওয়ায় নতুন করে বীতলা তৈরী সহ রোপা আমন ধান রোপণে দিন রাত পরিশ্রম করছেন কৃষকেরা।

তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের কৃষক মোঃ আব্দুল কুদ্দুস জানান, এ বছরের বন্যায় আমার বোপনকৃত রোপাআমন ধানের বীজতলা সম্পুণর্ রুপে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন এলাকা ও হাট-বাজার থেকে অধিক মুল্যে রোপা আমন ধানের চারা কিনে জমিতে রোপণ করতে হিমসিম খেতে হচ্ছে। তারমত বন্যায় ক্ষতিগ্রস্থ আর ও অনেক কৃষক বর্তমানে রোপা আমন ধান রোপণ করতে বেশ কষ্ঠ করছেন। অনেক কৃষক রোপা আমন ধান রোপন করতে সার, বীজ, কীটনাশক ক্রয় করতে দাদন ব্যবসায়ীদের নিকট থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুনাহার লুনা জানান, এবারের বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকেরা যেন ক্ষতি পুশিয়ে উঠতে পারে  তার জন্য ৭ হেক্টর জমিতে বীজতলা তৈরীতে ব্যাপক ভাবে উৎসাহিত করা হয়েছে। তা ছাড়া ১টি ভাসমান বীজতলা তৈরী করা হয়েছে। ৪শ জন কৃষককে বিনামুল্যে সার ও বীজ দেয়া হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাড়াশ উপজেলায় ১৩ হাজার হেক্টর  জমিতে রোপা আমন চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।  তিনি আর ও জানান , আর যদি পুনরায় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ না হয় তা হলে তাড়াশ উপজেলার কৃষকেরা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর