শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভূয়া মুক্তিযোদ্ধাদের আত্মসমর্পণের আহবান,নইলে দুটি মামলার হুশিয়ারি-কালিগঞ্জে ৯নং সেক্টরের উপ-অধিনায়ক লামা-চকরিয়া সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় চালক নিহত আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আটোয়ারীতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ঈশ্বরদীতে চাল মিলের বর্জ্য পানিতে ৪৫টি পরিবার অবরুদ্ধ  গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই” সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

নান্দাইলে গাংগাইল ইউপি চেয়ারম্যান সহ ৭জনের নামে চাঁদাবাজির মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান নয়ন সহ ৭জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ১৫/২০জনের নামে নান্দাইল মডেল থানায় চাঁদাবাজি সহ অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। অরন্যপাশা গ্রামের হাজ¦ী মৃত মমতাজ উদ্দিন ভূইঁয়ার পুত্র মোঃ আহসান হাবীব ওরফে সবুজ মিয়া কর্তৃক থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, বাদী অরন্যপাশা সাকিনের ময়মনসিংহ টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশের্^  ২ একর ৫০ শতাংশ জমিতে ইটভাটা পরিচালনা করার জন্য জনৈক আবদুল জলিলের নিকট ভাড়া প্রদান করেন। গত ১লা সেপ্টেম্বর/২০২৩ তারিখে ভাড়ার মেয়াদোর্ত্তীন হওয়ায় তিনি ইটভাটার ব্যবসা পরিচালনা করবেন না বলে জানায়। পরবর্তী সময়ে আহসান হাবীব সবুজ নিজেই ইটভাটা জলিলের নিকট থেকে ক্রয় করে নিজেই ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে। গত ১৮ মে ২০২৪ তারিখে আসাদুজ্জামান নয়ন ইটভাটা পরিচালনা করতে হলে নগদ ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে কামরুজ্জামান কামরুল, মনিরুজ্জামান বিজয়, আনিছুজ্জামান চন্দন, আশরাফুজ্জামান অরন্য, পারভেজ সরকার, শামসুল হক সহ ১৫/২০জন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা সহ অন্যান্য দেশীয় তৈরি মারাত্মক অস্ত্র নিয়ে ইটভাটায় অনধিকার প্রবেশ করে আলাল উদ্দিন ভূইঁয়া, এশার উদ্দিন ভূইঁয়াকে মারপিট করে মারাত্মক আহত করে এবং ইটভাটায় প্রবেশ করে ইটভাটার যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে ১ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিলম্বে প্রাপ্ত এজাহার সূত্রে জানাযায়। এছাড়া ইটভাটায় রক্ষিত ১৫ লাখ ১৭ হাজার ইট, জমাকরা (স্তুপ করা) ৭ লাখ মাটি সহ অন্যান্য মালামাল সহ মোট মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা লুটপাট করে আসামীরা অজ্ঞাতনামা ট্রাক গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। তৎকালীন সময়ে বাদী মামলা করতে চাইলেও আসাদুজ্জামান নয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় নান্দাইল থানা পুলিশ মামলা রেকর্ড করেনি। বাদী মোঃ আহসান হাবীব সবুজ গত ১১ সেপ্টেম্বর ২০২৫ নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েল করলে থানা পুলিশ আইনের ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করে। মামলা নং- ১০ (১০১/২০২৫)। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। উপ-পরিদর্শক শাহ মুজাহিদুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর