মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

প্রেম-বিচ্ছেদ – কবি ফুহাদ আল-মাহদী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৯:৩৩ অপরাহ্ণ

যেতে দিতে কভু, চাহেনি ত মন;
হিয়া মাঝে লাগে, বিরহ-দহন।।

কতো-স্মৃতি কতো-প্রীতি
প্রেমে-ভরা ক্ষণ;
প্রেমেরি বাঁধনে বেঁধেছিনু
তোমারি মন।।

তোমাতে-আমাতে ছিল
কতোনা আকিঞ্চন;
ভালোবেসেছিলা বেসেছিনু
মানিয়া আপন।।

আপন হয়ে কেন হে প্রিয়ে?
করিলা এমন;
ছিড়িয়া ফেলিলা যেন
প্রেমেরী বাঁধন।।

ভেঙে দিলা মন, কাঁচেরী মতন,
প্রেমকে করিলা নিজে হাতে খুন,
পরিনামে অন্তিমে পেলাম ছলন;
হিয়া-মাঝে লাগে তাই বিরহদহন।।

আমাকে ছেড়ে, কেমোনে এখন;
অন্যকে হায়! করিলা আপন।।

অতি নিষ্ঠুর তব প্রেমহীন মন,
দিয়ে গেলে বুকভরা জ্বালা ও বেদন,
সহিতে পারিনা তা, পারিনা কহন।।

রিক্তমনে আমি হতাশায় এখন,
প্রিয়া-হারা শোকে করি ক্রন্দন,
ভুলিতেও পারিনা কোন মতন।।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর