বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ই-পেপার

মাদক থেকে দূরে থাকি, মানবিক কাজ আমরা করি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ

সমাজ আজ এক ভয়ংকর সমস্যার মুখোমুখি—মাদকাসক্তি। মাদকের কালো ছোবলে হাজারো তরুণ তাদের জীবন নষ্ট করছে, পরিবার হারাচ্ছে শান্তি, সমাজ হারাচ্ছে সম্ভাবনাময় ভবিষ্যৎ। ইসলামে যেমন মাদক সম্পূর্ণ হারাম, তেমনি মানবতার কল্যাণে কাজ করা ইসলামের অন্যতম নির্দেশ।
 মাদকের ক্ষতি:
মাদক মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে, বিবেকশক্তি নষ্ট করে দেয় এবং মানুষকে অপরাধে ঠেলে দেয়। পরিসংখ্যানে দেখা যায়, অধিকাংশ অপরাধের পেছনে মাদক একটি বড় কারণ। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন—
“হে ঈমানদারগণ! মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক শরসমূহ হলো অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো।” (সুরা মায়েদা: ৯০)
 মানবিক কাজের গুরুত্ব:
মাদক থেকে দূরে থাকার পাশাপাশি আমাদের সমাজে মানবিক কার্যক্রম বাড়াতে হবে। দরিদ্রকে সাহায্য করা, অসুস্থকে সহযোগিতা করা, অসহায়দের পাশে দাঁড়ানো—এসব কাজ সমাজকে সুন্দর করে তোলে। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“সকল সৃষ্টি আল্লাহর পরিবার। সুতরাং আল্লাহর কাছে সে-ই সবচেয়ে প্রিয়, যে আল্লাহর পরিবারকে সবচেয়ে বেশি উপকার করে।” (শু‘আবুল ঈমান)
 আমাদের করণীয়:
 মাদককে “না” বলা বন্ধুদের মাদক থেকে ফেরানো সামাজিক সচেতনতা তৈরি করা
মানবিক কাজে সময়, শ্রম ও অর্থ ব্যয় করা
উপসংহার:
মাদক নয়, মানবিকতাই হোক আমাদের পথচলার শক্তি। যদি আমরা সবাই মিলে মাদক থেকে দূরে থাকি এবং মানবিক কাজে নিজেদের নিয়োজিত করি, তবে গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর