নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির প্রায় একযুগ পর রাস্তা পজিশনে যায়গা রয়েছে দাবি করে গাছ লাগিয়ে রাস্তা বন্ধের পায়তারা শুরু করেছে জমি বিক্রেতা পক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের শাহানুজিয়াইল । সরজমিনে দেখা যায় স্থানীয় আঃ জলিল নামে এক ব্যাক্তি প্রতিবেশী সাইদুল ইসলাম ফকির নামে এক জনের কাছ থেকে দুই দফায় ২১ শতক জমি ক্রয় করে। ক্রয়কৃত জমির উপর দীর্ঘ ১০ বছর ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। ক্রয়কৃত জমির চৌহদ্দিতে উল্লেখ রয়েছে উত্তরপাশে রাস্তা। প্রথমে রাস্তাটি মাটির রাস্তা ছিল বিগত বছরে রাস্তাটি পাকা করন করা হয়েছে। পাকাকরণ করার পূর্বে রাস্তাটি বিক্রিত জমির পাশ ঘেঁষে রাস্তা ছিল।
পাকাকরণ করার সময় জমি বিক্রিতা কৌশলে বন জঙ্গল কেটে রাস্তাটি কিছুটা উত্তর পাশে সরিয়ে নেয়। ফলে বিক্রিত জমির উত্তর পাশে রাস্তার দক্ষিণ পাশে সামান্য যায়গা বের হয়। আর এই যায়গা দখল করে দোকান নির্মানের পায়তারা করে বিক্রেতার ভাই নুরুল ইসলাম ফকির। বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় দোকান নির্মাণ বন্ধ হয়। গত ১৭ আগষ্ট আবারও নুরুলইসলাম গং দ্বয় সুপারি ও কাঁঠাল গাছের চারা রুপন করে রাস্তা বন্ধ করে দেয়। এমনকি আঃ জলিল তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
এবিষয়ে জানতে চাইলে বিক্রেতা পক্ষ বলে জমি বিক্রির সময় রাস্তার কথা উল্লেখ ছিল না, চৌহদ্দিতে কেন রাস্তা উল্লেখ করা ও এতোদিন কেন বাঁধা দিলেন না, এবিষয়ে কোন সদুত্তর পাওয়া যায়নি তবে ঘুরিয়ে পেছিয়ে বিভিন্ন কিছু বলার চেষ্টা করেছেন। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফারজুল ইসলাম বলেন, মাঝে সমস্যা হয়েছিল সমাধান করে দিয়েছি, আবারও কোন সমস্যা হয়ে থাকলে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করবো।