শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহন করায় অধ্যক্ষকে জরিমানা 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৭:২০ অপরাহ্ণ

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা মহামারী কালনি সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুবিধাভোগী নির্বাচনে পরিক্ষ গ্রহনের অভিযোগে রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজ অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জানান,ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তির সুবিধাভোগী নির্বাচনের নামে  মোবাইল ফোনে  ছাত্রীদের কলেজে ডেকে এনে পরীক্ষা গ্রহন করা হয়।
উক্ত  বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্স সহ কলেজে অভিযান চালিয়ে করোনা প্রাদুর্ভাবের সময়ে ছাত্রীদের তাদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করায় এবং স্বাস্থ্য বিধি লংঘন ও সরকারি নির্দেশনা না মেনে ছাত্রীদের শ্রেণি কক্ষে বসিয়েছেন। অধ্যক্ষ বদরুল ইসলাম তার ভুল স্বীকার করে নিলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন  তাকে ২০ হাজার  টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সরকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনে পরীক্ষা গ্রহন করে এবং পরীক্ষার ফি বাবদ মাথাপিছু হাতিয়ে নেওয়া হয়েছে ৫০০/৭০০  টাকা ।গত ১২ আগষ্ট সকাল ১১টা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজে এইচএসসি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর