বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৫:০২ অপরাহ্ণ

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি)প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে আবদুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  গতকাল সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন।আজ মঙ্গলবার শ্বশুরকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আবদুর রাজ্জাক (৫০) রামগড় ১নং ইউনিয়নের হাতীরখেদা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।মামলার এজাহারে পুত্রবধূ অভিযোগ করেন,গত মার্চ মাসে তার শ্বশুর আসামী মো:আব্দুর রাজ্জাকের বড় ছেলে কাভার্ড ভ্যানের হেলপার মোহাম্মদ ইউসুফের সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর তার স্বামী কাজে গেলে তার শ্বশুর বিভিন্ন সময় অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাকে মোবাইল ফোনে লোভ-লালসা দেখিয়ে কু-প্রস্তাব দেয়। ঘটনারদিন ৫ আগস্ট বিগত রাত ১০টায় তার শ্বশুর জোরপূর্বক তার হাত এবং কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে।পরে ঘটনাটি পরিবারের সবাইকে জানানো হলে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসা করার চেষ্টা করা
হয়।যার ফলে থানায় অভিযোগ করতে বিলম্ব হয়।

১নং রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাটি তিনি শুনেছেন।উভয় পক্ষ পারিবারিক ভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসলেও কোন মীমাংসায় আসতে পারেন নি। পরে থানার আশ্রয় নেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান এই প্রতিবেদক কে জানান,সর্বপ্রথম উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় আসে।পরবর্তীতে আসামী মো:আব্দুর রাজ্জাক তার পুত্রবধূকে কু প্রস্তাব দেয়ার কল রেকর্ড টি সম্মুখে আসলে বাদীর "নারী ও শিশু নির্যাতন আইন এর ১০ ধারায় মামলা দায়ের এর অভিযোগ গ্রহন করা হয়।এবং তাৎক্ষনিক তার শ্বশুরকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর