বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

ই-পেপার

রাজশাহীতে গণপূর্ত অফিসে প্রকৌশলীর উপর হামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গণপূর্ত অফিসে ঠিকাদারের লোকজন হামলা চালিয়েছে। এ সময় এক প্রকৌশলীকে মারপিট করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে। মারপিটের শিকার হলেন উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন। আহত উপ-প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান পুঠিয়ায় ভূমি উন্নয়ন অফিসের কাজ চলছে গণপূর্ত অধিদপ্তরের আওতায়। এই কাজটি পান নগরের লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করতে গিয়ে লিটন নানা অনিয়মের আশ্রয় নেন। পাশাপাশি নিম্নমানের মালামাল সরবরাহ করেন।

 

আটক লিটন ও তার সহযোগী এ কারণে নিম্নমানের মালামালগুলো তাকে সরিয়ে নিতে নিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিটন এবং তার সহযোগীকে নিয়ে আজ বেলা বারোটার দিকে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের অফিসে গিয়ে তাঁর উপর চড়াও হোন এবং মারধর করেন। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লিটন ও তার সহযোগী। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান উপসহকারী প্রকৌশলী মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর