কে,এম আল আমিন :
আজ সোমবার ( ১৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা বাজারে দিপা হোমিও হলে RAB – 12 অভিযান চালিয়ে রেকটিফাইড স্পিরিট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। RAB – 12 এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঘুড়কা বেলতলা বাজারে দিপা হোমিও হলে নিয়মিত ভাবে বিপুল পরিমান রেকটিফাইড স্পিরিট ( মাদক) বিক্রি করা হয়। তাই উক্ত দোকানে অভিযান চালিয়ে ২৭ বোতল রেকটিফাইড স্পিরিট, ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড এবং নগদ ২০০০ টাকা সহ মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটককৃত মাদক বিক্রেতা ঘুড়কা গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে শ্রী রতন কুমার দাস (৪০)। মাদক অভিযান পরিচালনা করেন, RAB-12 এর সদর কোম্পানীর একটি চৌকষ দল সহ কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। তিনি আরো জানান, আটক কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলংগা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার কৃত আলামত সহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।