এস এ মারুফ:
মানবতার ফেরিওয়ালা পাবনার ফরিদপুর উপজেলাধীন হাদল ইউনিয়ন আওয়ামীলীলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম রেজা । চলমান সময়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণে মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে সারাবিশ্বের মতো বাংলাদেশেও নেমে এসেছে স্থবিরতা। জাতির এই ক্রান্তিলগ্নে অনেকেই যখন করোনার ভয়ে সচেষ্ট না হয়ে ঢিলেঢালা কর্মকান্ডে সময় যাপন করছেন। কেউ বা আবার উদ্যোগ নিচ্ছেন লোক দেখানো। জনপ্রতিনিধি, ভোটপ্রার্থী কিংবা নেতা (!) যখন নিজেদের গুটিয়ে নিয়েছেন। ঠিক সেই সময়ে করোনার ঝুঁকি নিয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেলিম রেজা । সেলিম রেজা নামেই যার সর্বাধিক পরিচিতি। যিনি দুই দুই বার নির্বাচিত চেয়ারম্যান। যিনি নিরলসভাবে রাতদিন ছুটে চলেছেন দিগি¦দিক। সচেতন করছেন করোনাভাইরাস বিষয়ে।
হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের দিকে। খাদ্য সহায়তা,উপহার সামগ্রী প্রদানসহ রকম রকম কর্মকান্ড পরিচালনা করে স্থান করে নিয়েছেন সাধারণ মানুষের অন্তরে। সেলিম রেজা ইউনিয়নের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন সচেতনতা আর খাদ্য উপহার। নিজের দায়িত্ববোধ আর মানবসেবার দায়িত্ব নিয়েই ইউনিয়নের পাশে আছেন তিনি। এলাকায় অনেক জায়গাতে ঘুরে দেখা গেল হাদল ইউনিয়নের উন্নয়ন অনেক বেশি।এলাকার অনেক সংখ্যক মানুষ জানান,যদি আবারও সেলিম রেজা চেয়ারম্যান হয় তাহলে আমাদের ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তিত হবে। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে তিনি ঘরে বসে না থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে। তিনি ঘোষনা করেছেন,তাঁর ইউনিয়নের কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তাঁর নির্দেশনা মোতাবেক অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত সেবা দিয়ে যাবেন বলে জানালেন পরোপকারী এই নেতা। হাদল ইউনিয়নবাসীর প্রিয়জন এখন মোঃ সেলিম রেজা ।