মোঃ কামাল হোসেন যশোর থেকে:
সোমবার বিকাল ৪.৩০ মিনিটে যশোর চৌগাছা থানাধিন দুলালপুর গ্রামে ওহাবের চায়ের দোকানের সামনে এলাকার স্থানীয় জনসাধারণ ১৩ বোতল ফেন্সিডিল এবং ১কেজি ৫০০গ্রাম গাঁজাসহ আসামি সবুজ (২২) পিতাঃ সাহারত সাং দুলাল পুর, থানা চৌগাছা-কে হাতেনাতে আটক করে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে, চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং আসামিকে গ্রেপ্তার করে আসামির দখল হইতে উদ্ধারকৃত ফেনসিডিল এবং গাজা জব্দ করে।
পড়ে চৌগাছার পুলিশ সাধারন জনতাকে ধন্যবাদ জানিয়ে যশোর জেলা পুলিশ প্রেইজে বলে, প্রত্যেকটি এলাকার জনসাধারণ যদি এভাবে সচেতন হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে চৌগাছার কোথাও মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার সুযোগ পাবেনা। এভাবে প্রত্যেকটি গ্রামে যদি মাদকের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণকে প্রতিরোধ গড়ে তোলে অবশ্যই মাদকমুক্ত চৌগাছা গড়া সম্ভব। উল্লেখ্য, এ নিউজ লেখা পযন্ত আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।