টুঙ্গিপাড়ার এক সংগ্রামী ছেলে
বাংলার গণমানুষের অত্যন্ত প্রিয় নেতা
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ছাত্র জীবনে অন্যায়কে দাওনি প্রশ্রয়
ছাত্রদের কল্যানে করেছো অনেক
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মাতৃভাষা আন্দোলনে তুমি ছিলে সোচ্চার
ভাষা শহীদদের রক্ত বৃথা হতে দাওনি
এনে দিয়েছো বাংলা ভাষা তুমি বঙ্গবন্ধু।
দীর্ঘদিনের সৈরশাসনের কবল হতে
এনে দিয়েছো জনগনের ভোটের অধিকার
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হিংস্র পাক হায়েনার শোষনে
নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে
কঠোর সংগ্রাম করেছো তুমি বঙ্গবন্ধু ।
তোমার কঠোর নেতৃত্বকে টলাতে পারেনি
অসহ্য অত্যাচার নির্যাতন বার বার কারাবরণ
নিশ্চিত মৃত্যু জেনেও তুমি দিয়েেেছা মুক্তির ঘোষনা।
শত্রুর থাবায় কত রক্ত , কত নারীর সম্ভ্রম
হারানো অসহায় নির্যাতিত বাঙ্গালী জাতিকে
স্বাধীনতার স্বাদ এনে দিয়েছো তুমি বঙ্গবন্ধু।
মো: আলমগীর হোসেন
গ্রাম-লাঙ্গলমোড়া, পো- ঘুড়কা
উপজেলা- রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
মোবাইল-০১৭৪০৭১৪৬৫৬