বেলাল হোসাইন,(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালাতে রাতের আঁধারে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মোর্শেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।এ ঘটনায় মোর্শেদা বেগমের ১২ বছরের শিশু সন্তান মোহাম্মদ আহাদ আহত হয়ে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।নিহত মোর্শেদা বেগম সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী।ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘীনালা থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান,রাত আনুমানিক ১টা ৩০ এর দিকে অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা বাবুছড়ায় স্থানীয় বাসিন্দা মো:আব্দুল মালেকের ঘরে ঢুকে অতর্কিত গুলি বর্ষণ করে। এ সময় তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।স্থানীয়রা উদ্ধার করে তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদ আহাদ নামে তার ১২বছরের শিশু সন্তান ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মোর্শেদা বেগমের মরদেহ বর্তমানে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।পুলিশ ধারণা করছে, পাহাড়ি কোনও রাজনৈতিক দলের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।
পার্বত্যচট্টগ্রাম নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান হোসাইনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য পাহাড়ে অবস্থানরত সশস্ত্র উপজাতি সংগঠন গুলো কে দায়ী করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলকাছ আল মামুন ভূইয়া ও মহসচিব আলমগীর কবির।এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আগামীকাল ১৬ই আগস্ট পুরো পার্বত্যচট্টগ্রামে মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।