সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এর আগে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার রায়ের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। এতে শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনীর পাবনা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম, জেলা প্রশাসন ও পুলিশ। পাবনা প্রশাসন ও পাবনা সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর রোহান আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদেরকে আশ্বস্ত করেন। পরে ছাত্ররা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
পাবনা সদর সেনা ক্যাম্প কমান্ডার মেজর রোহান বলেন, ছাত্রদের অবরোধ কর্মসূচির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়েছিল। অবরোধ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম পাঠানো হয়। সেখানে পুলিশ ও জেলা প্রশাসন উপস্থিত ছিলেন। সেনা অফিসার ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে ছাত্ররা রাস্তা বন্ধ কর্মসূচি প্রত্যাহার করেন। কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেয়নি সেনাবাহিনী।