সাড়ে ১৫ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠনে চাঙ্গাভাব ফিরেছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে তৃণমুল পর্যায়ে উৎসবমুখর পরিবেশে দলটির রাজনৈতিক কর্মকান্ড চলছে। এরই ধারাবাহিকতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বিএনপি’র সাবেক কমিটি বিলুপ্ত করে ২০ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহ্বায়ক কমিটি। গত সোমবার (১৪ এপ্রিল) দলীয় প্যাডে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সিনি: যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক স্বাক্ষরিত অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
এই কমিটিতে মো: মোজাম্মেল হক মোজামকে আহ্বায়ক, মো: আব্দুল মান্নানকে সিনি: যুগ্ম আহবায়ক ও মো: ওয়াজ উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও ৫ জন যুগ্ম আহবায়ক ও ১২ জন সদস্যসহ এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, চুলচেরা বিশ্লেষন করে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে যোগ্য কোন নেতা বা কর্মী বাদ পড়ে থাকলে পূর্ণাঙ্গ কমিটিতে তাদেরকে অন্তর্ভূক্ত করা হবে। যাদেরকে আহবায়ক কমিটিতে আনা হয়েছে আশা করা যায় তাদের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ স্বচ্ছ কমিটি উপহার পাবে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তাদের অগ্রণী ভূমিকা থাকবে।
আহবায়ক কমিটি আগামী ২১ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করতে হবে বলে তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে।