রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা  

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ খ্রী:উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে আটটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি পহেলা বৈশাখের বর্নাঢ্য র্র্যালী বের হয়। দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ।
পরে উপস্থিতি সকলের মাঝে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম পান্তা খাওয়া উদ্বোধন করেন।
এসময় উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, কৃষি সজীব আল মারুফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারি, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, আনসার ভিডিপি অফিসার জেসমিন আক্তার, শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা কেএম নাজমুল হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা নাজিমুদ্দিন, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন,  দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর