বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ই-পেপার

সামাজিক দূরত্ব না মেনে তাহেরপুরে শুরু হয়েছে ঈদের কেনাকাটা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২০, ১২:১৬ অপরাহ্ণ

মোঃ আঃ আলিম সরদার,রাজশাহী প্রতিনিধি :

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকানপাঠ খোলা যাবে সরকারিভাবে এমন ঘোষণার পর থেকেই তাহেরপুর হাটবাজারে জন সমাগম বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ কাপড় সহ অন্যান্য দোকান গুলোতে ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বলতে কিছু নাই। বাজারের বিভিন্ন শপিংমল ও কাপড়ের বড় বড় দোকান ঘুরে দেখায় যায়, বুধবার বেলা ১১টায় বাজারের একটি দোকানে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে কেনাকাটা করতে দেখা গেছে।

এ চিত্র শুধুমাত্র একটি দোকানেই নয়, বাজারের প্রায় সব দোকানেই ঠিক একই রকমের চিত্র দেখা যায়। সরকারি নির্দেশনা মতে ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকান বা শপিংমল খোলা হয়েছে। কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে নির্ধারিত সময়ে তাহেরপুর বাজার এলাকায় বিভিন্ন কাপড়ের দোকানপাট খুলতে দেখা যায়। মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে বাজারের অনেক দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাকাটা। সেনাবাহিনীর গাড়ি বা ম্যাজিস্ট্রেট আসছে শোনা মাত্র দোকানের গেট বন্ধ করা হয়। কিছু সময় পরে সেনাবাহিনীর গাড়ি চলে যাওয়া বা মোবাইল কোর্ট স্থান ত্যাগ করা মাত্র আবার খোলা হয়।

দোকানীরা কিছুতেই করোনা বিষয়ে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছে না। ফলে বাজারগুলো করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এবিষয়ে বাগমারা উপজেলার নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, মহামারী এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যেন কেনাবেচা করা হয় সেজন্য প্রতিদিন বাজারগুলোতে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে। মোবাইল কোর্ট স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও করছে।এছাড়া তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন জীবানুনাশক স্পে ছিটানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর