লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। দুনিয়ার মুসলিম এক হও এক হও। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন শ্লোগানে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, অষ্টমনিষা ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে আসা তৌহিদ জনতা ফিলিস্তিনে হামলাসহ গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলদের ধিক্কার জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে অষ্টমনিষা বাজার প্রদক্ষিণ মিছিল শেষে অষ্টমনিষা কাঁচা বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক মোজাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কর্ম পরিষদ ও উলামা বিভাগ বাংলাদেশ জামাতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল লতিফ এম এম, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো: গোলাম রাব্বি, ডাক্তার আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বর্বর বাহিনী আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলিম ভাই-বোনদেরকে হত্যা করছে। আমার এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের মুসলমানদেরকে নিয়ে খেলছেন। মুসলিমরা ঐক্যবদ্ধ হলে যে কোন সময় আপনার গদি তছনছ করে ফেলতে পারে। সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।
পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করেন অষ্টমনিষা, হরিহরপুর ও ভাঙ্গাজোলা মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আনোয়ার হোসেন।