পাবনার আটঘরিয়ায় আলোর সন্ধান আয়োজিত মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামী সংগীত প্রতিযোগিতা গ্র্যান্ড ফাইন ও পুরস্কার বিতরণ আজ বুধবার ২ এপ্রিল বিকালে মতিঝিল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
আলোর সন্ধান সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সভাপতি শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালন এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সিনিয়ার যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক সদস্য সচিব ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান প্রমুখ।
উপস্থিত ছিলেন ডেঙ্গাগ্রাম ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফুল আলম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারিক সহ বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত গ্রাড ফাইনালে বিচারকের দায়িত্বে ছিলেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, শিক্ষক আব্দুল কাদের, আকরাম হোসেন।
আলোর সন্ধান ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর ইসলাম জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৭০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
চুলছেরা বিশ্লেষণ করে গ্রাড ফাইনালে ১০ জন শিক্ষার্থীকে প্রতিযোগিতায় টিকানো হয়। এর মধ্যে বিচারকের সিদ্ধান্তে ৩ জনকে চুড়ান্ত পর্যায়ে ১ম,২য় ও ৩য় নির্ধারণ করা হয়।
প্রথম হয়েছেন ওলিউল্লাহ, দ্বিতীয় হয়েছেন সাদনান সাবাব তূর্য্য, তৃতীয় হয়েছেন নুসরাত জাহান লামিয়া।
প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকার প্রাইজমানি, দ্বিতীয় বিজয়ীকে ৮ হাজার টাকার প্রাইজমানি, তৃতীয় বিজয়ীকে ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।