বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভাঙ্গুড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শরৎনগর বাজার ধান হাটা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ জিয়া কে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দেন ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধা। এরা শহীদ জিয়া কে নিয়ে কটূক্তি করেছেন। এরা শহীদ জিয়া কে স্বাধীনতার ঘোষক মানেন না। এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এদেরকে চিহিৃত করে ফাঁসি দিতে হবে।
তারা বলেন, সারা দেশের মতো ভাঙ্গুড়াতেও ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এরা সবাই পতিত সরকারের দোসর। শিগগিরই এদেরকে চিহিৃত করে বিচার করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বরাত, আলতাফ হোসেন খান ,আবু হেনা মোস্তফা কামাল রেজা, ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুল হক, সদস্য সচিব আবেদ আলী, দিলপাশার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সজিব হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবির,উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার প্রমুখ।
প্রসঙ্গত, পাবনায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার বক্তব্যে- জিয়াউর রহমান কে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগন দেন ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধারা। এসময় সেখানে চরম হট্টগোল দেখা দেয়।