মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে ঢাকা বিরিয়ানি হাউস রেস্তোরাঁর ইফতারের জন্য মোরগ পোলাও খেয়ে সাংবাদিক সহ ৮০ জনেরও বেশি অসুস্থ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে “ঢাকা বিরিয়ানী হাউস”নামক স্থানীয় এক রেস্তোরাঁ’র ইফতার (মোরগ পোলাও) খেয়ে প্রায় ৭০ জন রোজাদার অসুস্থ হয়ে পরেছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় অর্ধশতাধিক রোজাদার। রবিবার (২৩ মার্চ) বিকালে সাপ্তাহিক জংশন ও ডিডিপি গুরু আশ্রম আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। ইফতার অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক জংশনের প্রধান সম্পাদক প্রেসক্লাব’র সাবেক সভাপতি এস এম রাজা বলেন, ঈশ্বরদী স্টেশন রোডের ‘ঢাকা বিরিয়ানী হাউস’ নামের একটি রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য প্যাকেট করা মোরগ পোলাও কেনা হয়। পরে এগুলো অতিথিদের মাঝে বিতরণ করা হয়। ইফতারের কিছুক্ষণ পর থেকে আমি নিজে অস্বস্তি অনুভব করতে থাকি। এরপর একে একে অন্যদেরও অসুস্থ হয়ে পড়ার খবর শুনতে পাই। তিনি আরও জানান, ইফতারিতে অংশ নেওয়া অতিথি বেশিরভাগই ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক উজ্জল হোসেন প্রধান বলেন, রাত ১০টার পর থেকে পেটে ব্যথা শুরু হয়। এরপর ঘনঘন পায়খানা ও বমি শুরু হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোনো ফল পাইনি। পরে রাত ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। এ ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বিরিয়ানী হাউস’ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শহীদ বলেন, ইফতারে মোরগ পোলাও খেয়ে সাংবাদিক সহ আরও অনেকেই অসুস্থ হয়েছেন বলে শুনেছি। কিন্তু কেউ কোন অভিযোগ দেননি। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর