পাবনার ঈশ্বরদীতে আলোচিত রুপপুরের মানিক হত্যা মামলার প্রধান আসামী হাতকাটা টুনটুনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রূপপুরের আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামি তানজির আহমেদ তুহিন এর পুত্র সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬), তার আপন ভাই এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান শাওন (২৬), এবং দিয়ার বাঘইলের মোঃ ফজলুর রহমানের পুত্র সুইট (২৫)। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে থানা ও রূপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গত বছরের ১৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে দিয়ার বাঘইল রূপপুর পাকার মোড়ের জনৈক ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি হতে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সৌরভ হোসেন টুনটুনিসহ তার সহযোগীরা মানিককে ধারালো অস্ত্রের দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। মানিকের পিতা ইউনুস আলী এঘটনায় বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনিসহ ১২ জনকে এজানামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৬, তারিখ-১৯/১১/২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড। এরপর হতে আসামি সৌরভ হোসেন টুনটুনিসহ প্রধান কয়েকজন আসামি পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।