“সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলার পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ সারাদিন ব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম।
আজ বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার নুর আলম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ,
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: মামুনর রশিদ, সহকারী পাট পরিদর্শক শ্রী নারায়ণ চন্দ্র, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা।
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, দুলাল মৃর্ধা।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ৭২ জন পাট চাষী ও উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দিনব্যাপী প্রশিক্ষণে পাট চাষীদের উন্নত প্রযুক্তি নির্ভর নাবী পাটবীজ উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনর রশিদ বলেন, দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে পাট চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ মুলক আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের ব্যাগ প্রদান করা হয়।