দৈনিক যায়যায়দিনের ডিক্লোরেশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় তথ্য উপদেষ্ঠা বরাবর স্মারক লিপি প্রদান করেছে,উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (১৮ মার্চ)সকাল ১১টায় ভাঙ্গুড়া প্রেসক্লাব চত্বরে(ভাঙ্গুড়া বাজার বকুলতলা)এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক যায়যায়দিন পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ ময়নুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কণ্ঠের প্রতিনিধি মোঃ গোলাম রাব্বি , প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার প্রতিনিধি মোঃ সাইদুর রহমান,সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আলোকিত নিউজ,আলোকিত টিভি এইচ.ভি প্রতিনিধি বিকাশ কুমার দাস, প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল কাহার,প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক খবর বাংলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ।
এ সময় বক্তারা যায়যায়দিনের ডিক্লেয়ারেশন প্রত্যাহারের জন্য তথ্য উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার’র মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।