শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

আগষ্ট মেঘে সূর্য ডুবি – রাসেল উদ্দীন জয়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ণ

মানচিত্রের পুরো পাতায়
জন্মালো গাঢ় কচি ঘাস,
আগষ্ট এসে সেথায় করে
রক্ত খনন চাষ।
অমর বৃক্ষের সর্ব ডালে
করিল সে লাশ,
বর্ষপঞ্জির আগষ্ট সীমায়
শোক – শহরের বাস।

মুক্ত পতাকা দুর্জেয় বাঙালীর
হৃদপাড়ার কূটাগার,
তাহার বক্ষে অমর কবি
ভোগছে কারাগার।
অপশক্তি পিছু ছুটল
বাংলা তারকার,
সাধ্য নাহি এমন বন্দুক
তাহারে রুখিবার।

যাহার ঘাড়ে বাঙালীরে
চিনতে নিল বিশ্ব,
তাহার মাথায় আগষ্ট বসে
করিল যে নিঃস্ব।
ইতিহাসের লজ্জাপাঠে
মুজিব খুনের দৃশ্য,
মুজিব ছিল বীরের গুরু
আমরা যে তার শিষ্য।

স্বাধীন খুনের আগষ্ট তুমি
পতাকা ছেড়া টান,
মুজিবরের বংশ নিধন
বিজয় ভাঙা গান।
মানচিত্রে যার মিশে আছে
জীবন ক্ষয়ের ঘ্রাণ,
মুজিব নামের শ্রদ্ধা মিনার
চুপসে গেল প্রাণ।

রাজপথে যার জীবন কাটে
হাজত তারি ঘর,
চিনতে মুজিব ব্যর্থ হলো
মোশতাক স্বার্থপর।
আগষ্ট তুমি আমার কাছে
রক্ত মেঘের ঝড়,
কালো পাঠের শিরোনামে
মুজিব হত্যার ঘর।

অর্ধমৃত স্বাধীন সূর্য
আগষ্ট মেঘে ভাসে,
তখন হয়তো মোশতাকের দল
চিকন সুরে হাসে।
লাশের পাশে লাশের সারি
কেউ ছিলনা পাশে,
আমার বুকের বাঁপাশ কাঁপে
আগষ্ট যখন আসে।

লেখকঃমোঃ রাসেল উদ্দীন জয়।
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষ,চট্টগ্রাম সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম।
মোবাইল 01852682026


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com