ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১২ মে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আকচা, ঢোলারহাট, রাজাগাও ,রুহিয়া ,রুহিয়া পশ্চিম ,আখানগর ও সালন্দর সর্বমোট ৭টি ইউনিয়নের মোট ১৬৮২ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নির্দেশক্রমে ।
১নং রুহিয়া ইউনিয়নে খাদ্য সহায়তা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু সহ ইউপি মেম্বারগণ। এনজিও আশার ত্রান বিতরণ আজ সদর উপজেলার ২০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করে,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন নিজে উপস্থিত হয়ে ত্রানের খাবার বিতরণ করেন।