পাবনার চাটমোহর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হান্ডিয়াল শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৯ মার্চ) বিকাল ৫টায় উপজেলার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলাম হান্ডিয়াল শাখার সভাপতি ডাঃ মোঃ হোসেন মুনছুর এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ হুমায়ন কবিরের সঞ্চলনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলার সাবেক আমির, পাবনা জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক কমিটির সহ সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বার বার কারাবরনকারী মজলুম জননেতা অধ্যাপক মাওঃ মোঃ আলী আছগার।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চাটমোহর শাখার সেক্রেটারী মাওঃ মোঃ হাবিবুর রহমান, জামায়াতে ইসলাম হান্ডিয়াল শাখার প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, বাইতুলমাল মোঃ রফিকুল ইসলাম, জামায়াতে ইসলাম যুব বিভাগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সেক্রেটারী মোঃ আব্দুল মতিন প্রমুখ।
এছাড়াও হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার করা হয়।