বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটঘরিয়া পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া পৌর কৃষক দলের আয়োজনে শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের আহবায়ক বিএম বাবুল হোসেন।
সদস্য সচিব বাবুল আক্তারের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিপ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল বারিক,
পৌর বিএনপি’র সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু।
উক্ত পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের সভাপতি /সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের সভাপতি/ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।