পাবনার চাটমোহরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)। শুক্রবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় মো: আলামিন হোসেনের সভাপতিত্বে ও শেখ জাবের আল শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ মো. সদর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস রেজা। উজ্জীবিত হোগলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ইউসুফ মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সদর উদ্দিন বলেন, তরুনরাই দেশের ভবিষ্যৎ। তরুনদেরকেই দেশের কল্যানে কাজ করতে হবে। মানুষকে ভালো কাজের জন্য সচেতন করতে হবে। আমি আসাবাদি পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একদিন মানুষের সেবায় অনেক এগিয়ে যাবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) সংগঠনের সদস্য নয়ন আলী, শিহাব উদ্দীন, শিপন আহম্মেদ, শিমুল ইসলামসহ আটলংকা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “এসো হে নবীন মানবতার কাজে যাই, শৃঙ্খলাবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)। এই অরাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠিতা সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ।