সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় রিকন মসলা মিলে ভেজাল বিরোধী অভিযানে সোমবার সকালে মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা যায়, ঐ মিলে এক ব্যবসায়ী মরিচ ভাঙ্গাতে গেলে মিল মালিক রফিকুল ইসলাম সুকৌশলে তার কাছে থাকা নষ্ট হলুদের গুড়া, নষ্ট ভুট্রা ও পচা চাউলের গুড়া মিশ্রিত করার সময় হাতে নাতে ধরা পড়ে ।
এলাকাবাসীর অভিযোগে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুবীর কুমার দাস পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে গুড়া মরিচ ও মসলায় ভেজালের প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা সহ লাইসেন্স বাতিলের জন্য পৌর কাউন্সিলরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।