জহরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নিজস্ব কর্মী বা ছেলে সাথে নিয়ে নয় নিজে করোনা দুর্যোগ মোকাবেলায় সাধারন খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন পেশাজীবিদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ৫নং হরিপুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ও উপজেলা যুবলীগের সাধাঃ সম্পাদক আমজাদ আলী। মানুষকে সচেতন করার পাশাপাশি খাদ্য সামগ্রী ও মাক্স নিয়ে ছুটছেন নিজ এলাকার কর্মহীন মানুষের মাঝে ।
দুর্যোগ কালীন সময়ে তার এ ধরণের উদ্যোগ এলাকার মানুষ সহ সব মহলের নজর কেড়েছে। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জন্মগ্রহন করেন, বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্র জীবন থেকেই অসহায় মানুষের পাশে দাড়ানোর কাজ করে আসছেন তিনি।
দেশে করোনা সংকটের শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, সাবান ও মাস্ক বিতরণ, কর্মহীন দরিদ্র মানুষের মাঝে চাল-ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে আসছেন তিনি।