আয়রে তরুন আয়রে জোয়ান
পারে নতুন বেশ,
পান করি আজ গড়বো মোরা
সোনার বাংলাদেশ।
মায়ের চোখে অশ্রু মুছে
দেখব মুখের হাসি,
এদেশ থেকে তাড়িয়ে দেব
জালেম ও সন্ত্রাসী।
ফলাব মাঠে সোনার ফসল
গাইব সুখের গান,
জীবন দিয়ে করব রক্ষা জন্ম ভূমির মান।
সিন্ধু সেচে আনব মুক্তা
নেইকো মোদের ভয়,
ভালাবাসার মন্ত্র দিয়ে করব বিশ্বজয়।
হাসি মুখে শুনিয়ে যাব
সফলতার বাণী,
মুক্ত আকাশে উড়িয়ে দেব জয়ের নিশান খানি।
- কবি পরিচিতি:
- মহিউদ্দীন আনসারী
- পিতা-সেকাম মিয়া
- ঠিকানা-তেহালিয়া,গয়হাটা
- উপজেলা-নাগরপুর
- জেলা-টাংগাইল।