রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলায়প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের জহির শাহ’র মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মহিমা আক্তার (১৪)কে প্র্রেমের প্রস্তাব দিয়ে আসছিল পূর্ব আস্কর গ্রামের গ্রামের আক্কেল সরদারের বখাটে ছেলে জিহাদ সরদার (১৬)।
মহিমা তার প্রেমে রাজি না হওয়ায় বখাটে জিহাদ তার অপর দুই বন্ধুকে দিয়ে তার সাথে প্রেম করতে বাধ্য করানোর চেষ্টা চালায়। তারা স্কুল ছাত্রীর যাতাযঅতের পথে বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তাসহ ইভটিজিং করো আসার কারণে স্কুল ছাত্রী মহিমা চলতি বছরের ৩০ জুলাই আত্মহত্যা করে।
মহিমার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে তার মা সাবিনা বেগম বাদী হয়ে মঙ্গলবার জিহাদসহ অন্যান্যদের আসামী করে থানায় মামলা দায়ের করেন, নং-৮ (১১-৮-২০২০)।
মামলা দায়েরের পরে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান মঙ্গলবার বিকেলেই নিজ বাড়ি থেকে অভিযুক্ত জিহাদ সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জিহাদকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।