বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

এসএবিডি নতুন কমিটি সভাপতি সাদমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

উচ্চশিক্ষার প্রসার, সেবামূলক কার্যক্রম, ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন  এসএবিডির আগামী এক বছরের জন্য  নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে।
গত শুক্রবার  উপদেষ্টামন্ডলী  স্বপন শর্মা,গোপেশ শর্মা,আব্দুর রাজ্জাক,আবুসাঈদ,গুলজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী সাদমান শাহরিয়ার, সাধারন সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ইব্রাহীম খলিল নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  মো: মঈন উদ্দিন,  যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানা সরকার রোহান, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপঙ্কর রায়, অর্থ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম নিবিড়, ক্রীড়া সম্পাদক হিসেবে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী ইবনে সিনা নিবিড়, প্রচার সম্পাদক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আলম রিয়াল দায়িত্ব পেয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল এ সদ্য সাবেক কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   রেজওয়ানুল হক রেজা, আলিমা মুক্তি, মাহমুদুল হাসান পলাশ, রাশেদ আলি টিটন।
এ ব্যাপারে কমিটির সভাপতি সাদমান শাহরিয়ার  বলেন, দিনাজপুর (এসএবিডি)-এর ১৬ তম বছরে পদার্পণে আমি অতিশয় উৎফুল্ল ও আনন্দিত। এই সুদীর্ঘ পথ চলায় যারা আমাদের সংগঠনের সাথে ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী দিনগুলোতে আমি আমার সংগঠনকে শিক্ষার্থীদের সকল বিপদের সঙ্গী হিসেবে দেখতে চাই এবং  শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।
 সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল  বলেন,ঢাকাস্থ দিনাজপুরের এই সংগঠনটির ৮ম কাউন্সিলের সাধারণ সম্পাদক  হতে পেরে আমি আনন্দিত। উচ্চশিক্ষা,  উদ্যোক্তা ও সেবামূলক কাজের বাইরে বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই।সর্বোপরি, সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীবান্ধব, সামাজিক স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।সকলের সহযোগিতা ও দোয়া একান্তই কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর