আকাশ ভেঙ্গে পড়বে বুঝি
কালো মেঘের হাতছানি
নায়ের মাঝি যেয়ো না আজি
নায়ে দিয়ে বাদাম টানি।
উজান বিলে উঠলে তুফান
কেমনে যাবে কাজলাপুরী
বুঝবে না কেউ রাক্ষুসে ঢেউ
তলিয়ে দিবে রঙিন তরী।
ঘরে বসে ঘরনীর তোমার
অপেক্ষাতে বুক দুরুদুরু
আর যেয়ো না যমের বিলে
মন আকাশ আজ উরুধুরু।
যম পাথারে দম ফুরালে
মন পাথারে লাশ
সাবধানেতে থেকো মাঝি
দুঃখ বারো মাস।